Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

ক) অফিসের অবস্থান : খুলনা বয়রাস্থ বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয় ভবনে এ অফিসটি অবস্থিত।

খ) অফিসের মূল কাজ  :ভূমি জরিপ তথা মৌজা ম্যাপ প্রস্ত্তত ও ভূমির রেকর্ড  হালনাগাদ করণ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মোট ২৫টি উপজেলার সমন্বয়ে খুলনা জোনাল সেটেলমেন্ট গঠিত। এ অফিসের মূল কাজ অত্র জোনাল সেটেলমেন্টের আওতাধীন মাঠ পর্যায়ের সার্বিক ভূমি জরিপ কার্যক্রম তদারকি ও পরিচালনা। নিকারের সিদ্ধান্ত মোতাবেক বিগত ১৯৮৬-৮৭ সনে খুলনা জোনের আওতায় আর,এস জরিপ কাজ আরম্ভ  হয়। এ জোনাল সেটেলমেন্টের আওতাভূক্ত সর্বমোট মৌজার সংখ্যা ২৪৫১টি। তন্মধ্যে খুলনা মহানগরীসহ খুলনা জেলার অধীন ৯টি উপজেলার মোট মৌজার সংখ্যা ৭৬৮ টি; বাগেরহাট জেলার অধীন ৯টি উপজেলার মোট মৌজার সংখ্যা ৭২৩ টি  ও সাতক্ষীরা জেলার অধীন ৭টি উপজেলার মোট মৌজার সংখ্যা ৯৬০ টি।

 

           খুলনা জোনাল সেটেলমেন্টের অধীনস্থ ২৫টি উপজেলায় ২৫টি স্থায়ী সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় অবস্থিত রয়েছে। উক্ত কার্যালয়ের প্রধান হিসেবে রয়েছেন একজন সহকারী সেটেলমেন্ট অফিসার (১ম শ্রেণী, নন্-ক্যাডার)। সহকারী সেটেলমেন্ট অফিসারের তত্ত্বাবধানে ঐ উপজেলার মৌজাসমূহের জরিপের মাঠ পর্যায় থেকে আপীল স্তর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। একজন সহকারী সেটেলমেন্ট অফিসারের অধীনে আরও ২ (দুই) জন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার (২য় শ্রেণী) এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর ১৬ জন কর্মচারী নিয়োজিত থাকে।

         বেঙ্গল সার্ভে এ্যাক্ট, ১৮৭৫ ; বি,টি এ্যাক্ট১৮৭৫ ;  এস,এ এন্ড টি এ্যাক্ট ১৯৫০ এর ১৪৪ ধারার অধীনে প্রনীত বি,টি রুলস্ ১৯৫৪ ; সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়েল ১৯৩৫ ; টেক্নিক্যাল রুলস, ১৯৫৭ অনুসরণে মৌজা ভিত্তিক সরেজমিনে দখল ও জমির শ্রেণী ভেদে নক্শা প্রস্ত্তত/বিগত জরিপের নকশা সংশোধন, রেকর্ড প্রণয়ন/বিগত জরিপের রেকর্ড সংশোধন করা হয়। নকশা প্রস্ত্তত ও রেকর্ড প্রণয়নের কার্যক্রম ট্রাভার্স, কিস্তোয়ার, খানাপুরী, বুঝারত, তসদিক, খসড়া প্রকাশনা, আপত্তি, আপীল, চূড়ান্ত যাঁচ, মুদ্রণ, চূড়ান্ত প্রকাশনা, গেজেট বিজ্ঞপ্তি, হস্তান্তর-এ সকল স্তরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

        জরিপের ট্রাভার্স, কিস্তোয়ার, খানাপুরী, বুঝারত স্তর পর্যন্ত কাজ সরেজমিনে প্রাকৃতিকভাবে সৃজিত/ভূমি মালিক কর্তৃক তৈরীকৃত জমির শ্রেণী, ভূমি মালিকের প্রকৃত দখল অনুসরণে ভূমি মালিকগণের প্রত্যক্ষ উপস্থিতি ও সমযোগিতার মাধ্যমে নক্শা প্রস্ত্তত ও রেকর্ড প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়। তসদিক হতে আপীল স্তর পর্যন্ত কাজের সাথে ভূমিমালিকগণ সরাসরি সম্পৃক্ত এবং এ স্তরগুলোর সংশ্লিষ্ট সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে সম্পন্ন করা হয়ে থাকে। তাছাড়া বিটি রুলের ১৯৫৪ এর ৪২(ক) বিধি মোতাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার আপীল আদেশের বিরুদ্ধে পুণঃবিচারকাল সম্পন্ন করেন।