ভিশনঃ
বর্তমানে গণতান্ত্রিক সরকার কর্তৃক ঘোষিত “রুপকল্প-২০২১” অনুসরণে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রসার ঘটিয়ে ডিজিটাল ভূমি জরিপ ও রেকর্ড প্রস্তুত করা। ক্রটিমুক্ত,জনবান্ধব, টেকসই এবং জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ করা।
মিশনঃ
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীর জেলার ২৫টি উপজেলার ২৪৫১টি মৌজার সন্মানিত ভূমি মালিকগনের হাতে সরাসরি নতুন রেকর্ড ও নক্সা তুলে দেওয়া এবং দালাল মুক্ত কার্যক্রম প্রণয়ন করা।
তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে অনলাইনে ভূমি জরিপ করা।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ভূমি নক্সা ও রেকর্ড ডাটাবেইজ তৈরী করা।
স্বল্পতম সময়ে ভূমি মালিকদের অনুকূলে উন্নত নিরাপত্তা সম্বলিত ROR প্রদান করা।
ম্যাপ ডিজিটাইজড এবং ROR সহ ভূমি রেকর্ড কম্পিউটারাইজড করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস