Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

৪।   কি সেবা কিভাবে পাবেনঃ

সেবার নাম

সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্র

সেবা ফি প্রযোজ্য ক্ষেত্রে

আবেদনের স্থান

১) মাঠ পর্যায়ে প্রনীত খসড়া

খতিয়ান প্রাপ্তি

এস,এ খতিয়ান, প্রযোজ্য ক্ষেত্রে সি,এস খতিয়ান ও হস্তান্তরিত দলিল, বিজ্ঞ আদালতের রায়, দখল ইত্যাদি প্রদর্শনপূর্বক মৌসূমী সরদার আমিনকে দিয়ে নিজ নামে খতিয়ান প্রস্ত্ততকরণ কাজ সম্পন্ন করতঃ সরদার আমিন এর নিকট থেকে সরাসরি খসড়া খতিয়ান গ্রহণ করতে হয়।

এক্ষেত্রে কোন সেবা ফি প্রয়োজন নেই।

কোন আবেদনের প্রয়োজন হয় না।

২) মুদ্রিত খতিয়ান ও নক্শা প্রাপ্তি

আর,এস জরিপের ডিপি খতিয়ান প্রদর্শন।

প্রতিটি মুদ্রিত খতিয়ানের মূল্য ৬০/- টাকা এবং প্রতিটি মুদ্রিত নকশার মূল্য ৩৫০/- টাকা ; যা ডিসিআর এর মাধ্যমে আদায় পূর্বক সরকারী কোষাগারে জমা করা হয়।

কোন আবেদনের প্রয়োজন হয় না।

৩) মুদ্রিত খতিয়ান ও নকশা সংশোধন

চূড়ান্ত প্রকাশনার ৩০ কার্যদিবসের মধ্যে আর, এস জরিপের ডিপি খতিয়ান/আর,এস জরিপের নকশার ট্রেস কপি।

চূড়ান্ত প্রকাশনার ৩০ কার্যদিবসের মধ্যে মুদ্রিত খতিয়ান প্রতি/মুদ্রিত নকশার দাগ প্রতি ১০/- টাকার কোর্ট ফি সম্বলিত নির্ধারিত ফরমের আবেদন।

সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়।