সাম্প্রতিক কর্মকান্ড
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাঁতালবুনিয়া ও হাটবাড়ীয়া (বড়) মৌজার ডিজিটাল ভূমি জরিপ শুরু হয়েছে। বর্তমানে তসদিক (Attestation) স্তরে কাজ চলছে। আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ভূমি জরিপকে ডিজিটালে পরিণত করার কাজ চলছে। সারা বাংলাদেশে এ কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় জনাব কাঁলাচাদ সিংহ, মাননীয় জোনাল সেটেলমেন্ট অফিসার খুলনা, জনাব মোঃ মাহবুবল ইসলাম, সদর সহকারী সেটেলমেন্ট অফিসার, খুলনা এবং জনাব মোঃ নুরুল ইসলাম, সহকারী সেটেলমেন্ট অফিসার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া মৌজার ডিজিটাল জরিপ চলাকালীন পরিদর্শন করেন। এ এলাকার সন্মানিত ভূমির মালিকগণ ডিজিটাল ভূমি জরিপেরে সাথে সকল সহযোগীতা মাধ্যমে একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন। তাদের রেকর্ড ও নকশা যথাযথভাবে সঠিক হচ্ছে বলে খুব খুশি। তাদের সাথে আলাপকালে জোনাল সেটেলমেন্ট অফিসার জানান যে, ডিজিটাল পদ্ধতিতে নকশা ও রেকর্ড প্রস্তুত হলে ভুমি মালিকানা নিয়ে আর কোন জটিলতা থাকবে না। ফলে ভবিষ্যতে মামালা মোকদ্দমার পরিমান কম হবে বলে মত প্রকাশ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS